- 01917406751
- Hello@MarsDigital.xyz
বর্তমান সময়ে আমাদের দেশ সহ সারা বিশ্বে ই-লার্নিং প্ল্যাটফর্ম গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে করোনা পেন্ডামিক এর পর থেকে এর গ্রহনযোগ্যতা বেড়েছ বেপক হারে ! সাধারন শিক্ষার পাশাপাশি নিজেদের স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকেই বেছে নিচ্ছেন ই-লার্নিং প্ল্যাটফর্ম ।
ফ্লেক্সিবিলিটি বেশি থাকায় ইউজারদের কাছে দিনকেদিন জনপ্রিয়তা বেড়েই চলেছে ।
আর তারই ধারাবাহিকতায় দেশে বেড়েছে ই-লার্নিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর চাহিদা । আর আমাদের সন্মানিত গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ই-লার্নিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে । মার্স ডিজিটাল বিগত প্রায় ৭ বছর সময় ধরে ওয়েবসাইট সার্ভিস সহ আইটি খাতের নানান সেবা দিয়ে আসছে সফলতার সাথে ।
ইউজারদের বেশি সময় সাইটে ধরে রাখতে কিংবা তাদের সুবিধার্থে থাকবে সুপার ফাস্ট ওয়েব সার্ভার
সবার নিরাপত্তার কথা বিবেচনায় থাকবে স্ট্রং এ্যাডমিন/ইউজার লগিন প্যানেল
প্ল্যানিং
যদি আপনি ডিটারমাইন্ড থাকেন যে একটি চমৎকার ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করবেন তাহলে শুরুতেই আমরা আপনার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি কি চাচ্ছেন, সাইটের ইন্টারফেস কেমন চাচ্ছেন, কারা আপনার অডিয়েন্স, কন্টেন্ট, ডিজাইন, ইউ.এক্স, ইত্যাদি।
অতঃপর আমরা আপনার চাহিদার উপর ভিত্তি করে একটি বাজেট সেট করবো এবং কাজ শুরু করবো
ডিজাইন কনসেপ্ট এবং ইউজার এক্সপেরিয়েন্স
এই পর্যায়ে আমরা আপনার চাহিদার কথা মাথায় রেখে একটি ডিজাইন কনসেপ্ট রেডি করবো এবং কীভাবে আপনার ইউজারদের ব্রাউজিং এক্সপেরিয়েন্স কে সহজ থেকে আরও সহজতর করা যেতে পারে (চলমান) সে বিষয়গুলো ফাইন্ড আউট করে একটি ইন্টারফেস রেডি করবো ।
আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী হোস্টিং প্লেন রেডি থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় এলিমেন্টস গুলো একত্রিত করবো যাতে করে সাইটটি লাইভ করা যায় (ডেভেলপমেন্ট পারপাস)
পেমেন্ট এবং ডেভেলপমেন্ট
আপনি কি ধরনের সাইট চাচ্ছেন, ফিচার কি কি হবে? এবিলিটি কি কি থাকবে, হোষ্টিং প্ল্যান কেমন হবে এই সবকিছু বিবেচনায় আমরা একটি বাজেট সেট করবো (অবশ্যই আপনার বাজেট ফ্রেম এর মধ্যেই) অতঃপর কাজ শুরু করার জন্য আপনাকে সেই বাজেট এর ৫০% টাকা অগ্রিম অর্থাৎ ওয়ার্ক অর্ডার এর সাথেই পেমেন্ট করতে হবে । প্রথম পেমেন্টটি গ্রহন করার পর পরই আমরা আমাদের ইনিশিয়াল কাজ শুরু করবো । অর্থাৎ ডোমেইন কেনা, হোষ্টিং কেনা থেকে শুরু করে এগুলো কানেক্ট করে সাইট ডেভেলপমেন্ট পারপাস লাইভ করবো । অতঃপর আমরা একটি PSD ডিজাইন রেডি করবো যার মাধ্যমে আপনি ক্লিয়ার হবেন যে আপনার সাইট দেখতে কেমন হবে।
তারপর মোট বাজেট এর বাকী অংশ হতে ২৫% টাকা পেমেন্ট করতে হবে । অতঃপর সাইট এর কাজ আমরা আমাদের বাধা সময়ের মধ্যে ডেভেলপমেন্ট শেষ করবো এবং আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে সাথে সাথে মোট যেই টাকা বাকী থাকবে সেটি আপনাকে পে করতে হবে অর্থাৎ বাকী ২৫% টাকা ।
বিঃ দ্রঃ যদি নির্ধারিত সময়ে আপনি সাইট ডেলিভারি না নিতে পারেন কিংবা বিলম্ব করেন তাহলে ওয়েবসাইট এর মূল বাজেট এর ৭% টাকা হারে প্রতি মাসে যোগ হতে থাকবে বাকী ২৫% টাকার সাথে !
খরচ নির্ভর করবে সম্পূর্ন আপনার চাহিদার উপর। সাইটের ডিজাইন কেমন হবে? কি কি ফিচার থাকবে? সার্ভার কেমন শক্তিশালী হবে? কোর্সগুলো কীভাবে প্রদর্শিত হবে? গ্রাফিক্স কেমন মানের ব্যবহার হবে? অ্যান্ড্রয়েড অ্যাপ সহ সাইটটি রেডি করবেন কিনা? ইত্যাদি সহ আরও কিছু বিষয়ের উপর ।
তাই আপনার সম্পূর্ন রিকোয়ারমেন্ট বিবেচনায় খরচ নির্ধারিত করা হবে । তাই আপনি আগ্রহি হলে অর্ডার ফর্মটি পূরন করুন আমাদের টিম থেকে শিগ্রই যোগাযোগ করা হবে ।
এই বিষয়টিও ক্লায়েন্ট অর্থাৎ আপনার উপর নির্ভর করে ।
যদি আপনি চান আমরা আমাদের এন্ড থেকে ডোমেইন এবং হোষ্টিং প্রোভাইড করি তাহলে সেটি সম্ভব কিংবা আপনি যদি চান ডোমেইন হোষ্টিং আপনি প্রোভাইড করবেন সেভাবেও সাইটটি নিয়ে কাজ করা সম্ভব ।
হ্যা আবার না !
এই বিষয়টি প্রকৃতপক্ষে দুটোই। যদি আপনি আমাদের থেকে ডোমেইন এবং হোষ্টিং নিয়ে থাকেন এবং বাৎসরিক আপনার সাইট এর ছোট খাট পরিবর্তন কিংবা কোন সমস্যা হলে আমরা যেন সেই সমস্যাটি ফিক্স করে দেই সে বিষয়ে চুক্তিবদ্ধ হতে চান তাহলে বাৎসরিক একটি নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে ।
অন্যদিকে ডোমেইন, হোষ্টিং যদি আপনি প্রোভাইড করে থাকেন এবং আমাদের তেকে কোন প্রকার সাপোর্ট না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কোন প্রকার চার্জ প্রযোজ্য হবে না ।
জ্বী, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর পাশাপাশি মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং , ভিডিও এডিটিং সহ প্রায় সকল প্রকার আইটি সেবা আমাদের কোম্পানী প্রোভাইড করে থাকে।
জ্বী, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর পাশাপাশি মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং , ভিডিও এডিটিং সহ প্রায় সকল প্রকার আইটি সেবা আমাদের কোম্পানী প্রোভাইড করে থাকে।
সোস্যাল মিডিয়া মার্কেটিং, এ্যাডভার্টাইজিং, গ্রাফিক্স, ওয়েব ও অ্যাপস সল্যুশন এর এক অনন্য স্থান হলো Mars Digital Ltd. বিগত প্রায় ৬ বছরের ও বেশী সময় ধরে দেশী, বিদেশী অসংখ্য ক্লায়েন্টকে তাদের পূর্ণ সেটিসফিকশন সহ সার্ভিস প্রোভাইড করে আসছি আমরা । আমরা সর্বোচ্চ প্রায়রেটি দিয়ে থাকি আমাদের ক্লায়েন্ট এর সেটিসফিকশন । তাই নিশ্চিন্তে উপরিউক্ত সার্ভিসগুলো পেতে আজই যোগাযোগ করুন ।
©2022. Mars Digital. All Rights Reserved.