- 01917406751
- marsdigital.xyz@gmail.com
ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপস এর মাধ্যমে আপনার কাষ্টমারদের ইউজার এক্সপেরিয়েন্সকে স্মুদ করতে আজই তৈরি করে নিন একটি চমৎকার ইন্টারফেস এর ওয়েবভিউ অ্যান্ড্রয়েড অ্যাপস। যেটি সম্পূর্ণ গুগল এর সমস্ত নিয়ম মেনে তৈরি করা হয়ে থাকে এবং গুগল প্লে-ষ্টোরে পাবলিশ করে দেওয়া হয়ে থাকে ।
অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রশ্নোত্তর গুলো দেখুন
আমরা সবাই অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কে জানি। কিন্তু আপনি হয়তো ওয়েবভিউ অ্যাপস এই শব্দটি আগে কখনো শোনেন নি।
এটি মূলত সম্পূর্ণ আপনার জানা অ্যান্ড্রয়েড অ্যাপস এর মতই । কিন্তু একটি ডিফারেন্স হচ্ছে এটি আপনার ওয়েবসাইট এর আদলে কোডিং এর সাহায্যে প্রস্তুত করা হয়ে থাকে । অর্থাৎ আপনার ওয়েবসাইট টির যেমন ইন্টারফেস ঠিক হুবুহু একই ইন্টারফেস হবে এই অ্যাপসটির । আপনি যদি অ্যাপসটির ডিফারেন্ট কোন ইন্টারফেস বানাতে চান তাহলে সেটি সম্ভব নয় । অর্থাৎ এক কথায় এটি হচ্ছে আপনার ওয়েবসাইট এর অ্যাপস ভার্সন যেটি গুগল প্লে-ষ্টোরে পাবলিশ থাকে কিংবা পাবলিশ করা যায় ।
যদিও এই অ্যাপসটির ইন্টারফেস হুবুহু আপনার ওয়েবসাইটটির মত তবু আপনি এটি এই কারনে বানাবেন যাতে করে আপনার কাষ্টমার গণ এটি তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার অ্যাপসটি ইন্সটল করে রাখতে পারে এবং যখন খুশি তখন এটি ব্যবহার করতে পারে । আপনি হয়ত জেনে থাকবেন ইদানিং কালে মানুষ ওয়েবসাইট থেকে অ্যাপস এ ব্রাউজিং করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন । একটি সূত্র মতে ৮৩% মানুষ ওয়েবসাইট থেকে অ্যাপস এর মাধ্যমে কেনাকাটা কিংবা ব্রাউডিজং করতে বেশি পছন্দ করেন ।
আপনার কথাই ধরুন না, আপনি যেকোন সোস্যাল মিডিয়া কি কোন ব্রাউজার দিয়ে চালিয়ে থাকেন নাকি অ্যাপস এর মাধ্যমে !
যদি অ্যাপস এর মাধ্যমে হয় তবে আপনি ও এর গুরুত্ব সম্পর্কে ইতিমধ্যেই জানেন ।
অবশ্যই সেইফ ! এবং শতভাগ সেইফ ।
প্রথম কথা হচ্ছে এটি গুগল অ্যান্ড্রয়েড স্টুডিও এর মাধ্যমে সমস্ত নিয়ম মেনে কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে ।
এবং সব থেকে বড় কথা হচ্ছে সব নিয়ম কানুন মেনে তৈরি করা হলেই এটি গুগল প্লে-স্টোরে আপলোড কিংবা পাবলিশ করা যায় ।
গুগল প্রথমে অ্যাপসটি রিভিউ করে অতঃপর সব ঠিক থাকলে অ্যাপসটি এপ্রুভ করে এবং তার পর থেকে ইউজারেরা অ্যাপসটি প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং ইন্সটল করতে পারেন ।
আপনি যদি ই-কমার্স বিজনেস করে থাকেন কিংবা পত্রিকা অথবা কোন কোম্পানী ওনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সার্ভিসটি তথা ওয়েবভিউ অ্যাপসটি তৈরি করা আইডিয়াল হবে ।
জ্বী!
যেহেতু এটি ওয়েবভিউ অ্যাপস সেহেতু অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে ।
না নেই !
শুধু মাত্র এককালীন চার্জ নেওয়া হয়ে থাকে । অ্যাপসটি তৈরি এবং প্লে-ষ্টোরে পাবলিশ করার জন্য ।
সন্মানিত গ্রাহকগণের সুবিধার্থে স্ব-স্ব সেবার জন্য প্রতিদিন ১৬+ ঘন্টা সপ্তাহে ৭ দিন রয়েছে দক্ষ সাপোর্ট টিম
বেছে নিন আপনার জন্য উপযুক্ত প্যাকেজটি আর গ্রো করুন আপনার কাষ্টমার এক্সপেরিয়েন্স